Home

পাবনা জেলা স্কুলের কৃতি ছাত্র শহীদ বুদ্ধিজীবি ডা.মোহাম্মদ ফজলে রাব্বির নাম অনুসারে পাবনা জেলা স্কুলের বিজ্ঞান ক্লাবের নামকরণ করা হয় ডা.ফজলে রাব্বি বিজ্ঞান ক্লাব। পাবনা জেলা স্কুলের ছাত্রদের দ্বারা পরিচালিত উক্ত ক্লাব এ প্রতি সপ্তাহেই আয়োজন করা হয় নানা চমৎকার সব আয়োজন!

 

Read Our Blogs!

  • ব্লাকহোল কি এবং কেন?
    ব্লাকহোল। অথবা বাংলায় যেটিকে আমরা বলে থাকি কৃষ্ণগহ্বর । আরও সহজ ভাষায় যদি বলি তাহলে বলা যায় কালো গর্ত। কিন্তু প্রশ্ন হচ্ছে আসলেই কি এটা কালো রঙ এর কোন গর্ত ? নাকি শুধুমাত্র মানুষ এর আকর্ষণ পাওয়ার জন্য এমনিContinue reading “ব্লাকহোল কি এবং কেন?”
  • History of Wheel
    Name:Istiak Ahammed SazidClass:7(A) Roll:31 অনেক বিশেষজ্ঞের মতে ৫০০০ খ্রিষ্টপূর্বাব্দের দিকে প্রাচীন মেসোপটেমিয়াতে চাকা আবিষ্কৃত হয়। শুরুতে কুমোরদের কাজে এটির ব্যবহার ছিলো। ককেশাসের উত্তর দিকে বেশ কিছু কবর পাওয়া গেছে যাতে ৩৭০০ খ্রিস্টপূর্বাব্দ হতে ঠেলাগাড়িতে করে মৃতদেহ কবর দেয়া হয়েছে।Continue reading “History of Wheel”

Read More Blogs.

Gallery :

আমাদের কার্যক্রম!

প্রোগ্রামিং ক্লাস

পাবনা জেলা স্কুলের কিছু প্রাক্তণ ছাত্রের উদ্যোগে প্রতি বৃহস্পতিবার স্কুলের কম্পিউটার ল্যাব এ আয়োজিত হয় প্রোগ্রামিং ক্লাস । যেখানে ছাত্রদের ফ্রি প্রোগ্রামিং শেখানো হয়!

প্রজেক্ট মেকিং ওয়ার্কশপ

বাহ্যিক ও অভ্যন্তরীণ বিজ্ঞান মেলার উপলক্ষ্যে প্রতিনিয়তই আয়োজন করা হয় প্রজেক্ট মেকিং কর্মশালা যেখানে অভিজ্ঞ ছাত্র ও ভাইয়ারা ক্ষুদে উদ্ভাবক দের তাদের কল্পনা বাস্তবায়নের সুযোগ দেয়।

নানা বিষয়ে চমৎকার সব কর্মশালা

বিজ্ঞানের নানা বিষয়ে পুরো দেশ থেকে নানা ছাত্রছাত্রী, শিক্ষক, গবেষক এসে ক্ষুদে ছাত্রদের সাথে নেন নান ওয়ার্কশপ।এছাড়াও প্রতি সপ্তাহে ছাত্ররাই নিজেরা বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করে নানা বিষয়ে প্রেজেন্টেশান প্রদান করে

আমাদের উদ্দেশ্যঃ

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও উন্মুক্ত বিজ্ঞান চর্চার জন্যে প্রতিটি বিদ্যালয়ে একটি বিজ্ঞান ক্লাব থাকা আবশ্যক।হাসিবুল হাসান স্যার এর মহৎ উদ্যোগে আমাদের পাবনা জেলা স্কুলের কৃতি ছাত্র শহীদ বুদ্ধিজীবী ডা.ফজলে রাব্বির নাম অনুসারে পাবনা জেলা স্কুলের বিজ্ঞান ক্লাব প্রতিষ্ঠা করা হয় ও নামকরণ করা হয় ডা.ফজলে রাব্বি বিজ্ঞান ক্লাব।
পাবনা জেলা স্কুলের সকল ছাত্রই এই বিজ্ঞান ক্লাবের সদস্য।

★★ক্লাবের ধারাবাহিক কার্যক্রম যেমন – কুইজ,আলোচনা সভা,বিজ্ঞান বিষয়ক রচনা, বিজ্ঞান বিষয়ক রিসার্চ পেপার উপস্থাপনা,প্রজেক্ট প্রদর্শনী ইত্যাদি প্রতি বৃহস্পতিবার সকাল ১০ টা ৩০ মিনিটে শুরু হবে। এছাড়াও বিশেষ কার্যক্রম বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে। হোস্টেল ভবনের তিন তলায় ক্লাব রুমটি অবস্থিত।

★★আমাদের লক্ষ সকল ছাত্রদেরকে নিয়ে বিজ্ঞানচর্চায় একে অপরকে সহযোগিতা করা এবং নিজেদের জ্ঞানের সমৃদ্ধির পাশাপাশি স্কুলকেও সমৃদ্ধ করে তোলা।সুস্থ বিজ্ঞান চর্চা ও বিজ্ঞানে শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধির উদ্দেশ্যকে সামনে রেখে জন্ম নেওয়া ” ডাঃ ফজলে রাব্বী বিজ্ঞান ক্লাব ” প্রচেষ্টা চালিয়ে যাবে পাবনা জেলা স্কুল ও পাবনায় বিজ্ঞান চর্চাকে আরও আকর্ষণীয় ও জনপ্রিয় করে তোলতে। আমাদের বিশ্বাস এই ক্লাবের মেম্বাররাই একদিন দেশ ও বিদেশে পাবনা জেলা স্কুল ও পাবনাকে তুলে ধরবে ।

হোস্টেল ভবনের নিচতালায় লাইব্রেরীর পাশে ক্লাবের নোটিশ বোর্ডে এবং ফেসবুক গ্রুপে ও পেজে ক্লাবের সকল কার্যক্রমের নোটিশ জানিয়ে দেয়া হবে ছাত্রদের।বিজ্ঞানমনস্ক সকল ছাত্রদের এই ক্লাবের সাথে সংযুক্ত থাকার জন্যে আহবান করা হল৷ছাত্রদের দ্বারাই ক্লাবটি পরিচালিত হবে। ক্লাবের মডারেটর এবং সার্বিক তত্ত্বাবধানে আছেন হাসিবুল হাসান স্যার।

বিজ্ঞান চর্চা হোক সবার জন্য!

Our Success

সদস্য+

ক্লাস ৬-১০ পর্যন্ত সকল ছাত্র আমাদের ক্লাবের সদস্য

100%

আমদের ক্লাবের সম্পূর্ণ বিনামূল্যে উন্মুক্ত বিজ্ঞান চর্চা করা হয়

 

About Us

ডা.ফজলে রাব্বি বিজ্ঞান ক্লাব,পাবনা জেলা স্কুল পাবনা

মডারেটরঃ হাসিবুল হাসান

 

 

Address

Email:frscienceclub.pzs@gmail.com

Address:3rd Floor,Hostel building,Pabna Zilla School,Pabna Sadar,Pabna-6600,Bangladesh

Design a site like this with WordPress.com
Get started